নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে মুখর হয়ে রয়েছে গোটা দেশ। উত্তাল হয়ে রয়েছে তিলোত্তমা। চারিদিকে শোনা যাচ্ছে একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। গতকালই ন্যায়বিচার চেয়ে প্রায় ৩০ ঘন্টা আন্দোলনের পর ২২ জন জুনিয়র ডাক্তাররা লালবাজারে ঢুকে সিপির সঙ্গে দেখা করার অনুমতি পায়। উপহার হিসেবে তাকে দেয় শক্ত শিরদাঁড়া। এই কাণ্ডে প্রথম থেকেই ন্যায়বিচার চেয়ে রাস্তায় নেমেছেন বিশিষ্ট অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বরাবরই স্পষ্ট বক্তা তিনি। তার প্রতিবাদী মনোভাব সর্বদা চোখে পড়ার মতো।
তিলোত্তমার বিচার চেয়ে একাধিক মিছিলে নেমেছেন তিনি। গত ১ সেপ্টেম্বরের মহামিছিলে সারারাত ধর্ণা দিয়েছিলেন তিনি। এবার তার হাসিমুখের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের এক অংশ মনে করেছেন যে হাসিমুখে প্রতিবাদ করা যায়না। এই প্রতিবাদ নাকি পুরোটাই ফুটেজ পাবার জন্য করেছেন। এই প্রসঙ্গে অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "আমি সন্দীপ ঘোষ নই।
আমি রেপ করিনি।
আমি খুন ও করিনি।
রাস্তায় নেমে ১৫ ঘণ্টা ধরে প্রতিবাদ রত মহিলা বা পুরুষদের সারাক্ষণ মুখ গম্ভীর করে থাকতে হবে সেই নিয়মটা কে বানালো?
আর কোন নিয়ম মানব না। যেভাবে মনে হবে সেই ভাবে রাস্তায় নামব, দিনে, রাতে।
এরা আমার অপরিচিত। এদের সবার সঙ্গে আজকে আলাপ হলো। কত অচেনা মানুষ চেনা হয়ে উঠছে।
বেশ করেছি হেসেছি। যারা ২০ দিন ধরে রোজ জেগে আছে তারা যে ভাবে ভাল থাকার হোক থাকুক। যে যেভাবে প্রতিবাদ করার করুক। হেসে বা না হেসে।
এই নিয়েও আবার কণ্ঠ তুলতে হচ্ছে, সত্যি কী দুঃসময়।
Thank you for the click #BONNYA
My #RGKarProtest comrades ✊❤️
যা যত ট্রোল করবি কর। হেসে হেসেই প্রতিবাদ করব। তোরা বাড়িতে বসে ফেসবুক ফেসবুক খেলা কর।"