নিজস্ব সংবাদদাতা, কাঁকসাঃ অজয় নদের বাঁধের পাশের জমিতে অবৈধভাবে মাটি কাটার ফলে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালেই কাঁকসার বিদবিহর গ্রাম পঞ্চায়েতের অজয়পল্লি এলাকায় দেখা গেছে, জেসিবির মাধ্যমে মাটি কেটে ট্রাক্টরে ভরা হচ্ছে এবং তা বিদ বিহারের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই অবাধ মাটি লুঠের ফলে বাঁধ দুর্বল হয়ে পড়ছে, যা অজয় নদে জল বাড়লে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয়দের একাংশ জানিয়েছেন, কয়েকদিন ধরে ৫ থেকে ৬টি ট্রাক্টরে করে বাঁধের পাশের জমি থেকে মাটি কেটে নিচু করা হচ্ছে। এতে অজয় নদে জল বেড়ে গেলে চাষের জমি এবং বাসস্থানের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, এই চক্রটি এলাকার প্রভাবশালী ব্যক্তিদের মদতে বহিরাগতদের দ্বারা পরিচালিত হচ্ছে এবং প্রতিবাদ করলে হুমকি দেওয়া হচ্ছে।
কাঁকসার ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক মঞ্জু কাঞ্জিলাল বলেন, " অবৈধ মাটি কাটার অভিযোগ পাওয়ার পর অভিযানে নামা হবে। যারা এই চক্রের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ কার্যকলাপ বরদাস্ত করা হবে না। " স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রশাসন পদক্ষেপ না নিলে এই অবৈধ মাটি লুঠের ফলে অজয় নদে বাঁধ ভেঙে বড়সড় বিপর্যয় দেখা দিতে পারে।