নিজস্ব সংবাদদাতা: গতকাল নবান্ন অভিযানে গিয়ে পুলিশের লাঠিচার্জ এবং কাঁদানো গ্যাসের জন্য আহত হয় নন্দীগ্রামের বিজেপি কর্মীদের মধ্যে অনেকে। /anm-bengali/media/media_files/5w3QoNSru7bY67iZvBFM.jpeg)
আহতদের দেখতে রেয়াপাড়া হাসপাতালে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
/anm-bengali/media/media_files/El3M6q1fCf3GCzSZzrfU.JPG)
আহতদের সঙ্গে কথা বলেছেন শুভেন্দু। পরিবারগুলিকে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।