নিজস্ব সংবাদদাতা: গতকাল সুকান্ত মজুমদার ও বিজেপি সমর্থকদের ধুন্ধুমার কাণ্ড দেখেছে সন্দেশখালি। কীভাবে পরিস্থিতি বেসামাল হয়েছে, কীভাবে কার্যত নাকানি-চোবানি খেয়েছে পুলিশ, সেই সবই দেখেছে টাকি ও তার আশপাশের এলাকা। আর এবার সেই রেশের ২৪ ঘন্টা কাটার আগেই ঝড় তুলতে সন্দেশখালি আসছেন শুভেন্দু অধিকারী।
গত ১২ ফেব্রুয়ারি শুভেন্দু ও তাঁর দলবল প্রথম কলকাতা থেকে যাত্রা করেছিলেন সন্দেশখালির উদ্দেশ্যে। যদিও সেই সময় কলকাতার বাসন্তী হাইওয়েতেই আটকে দেওয়া হয়েছিল তাঁদেরকে। তখনই বিরোধী দলনেতা বলেছিলেন ১৫ তারিখ আবার আসব। সেই পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী, আজ সন্দেশখালি যাচ্ছেন শুভেন্দু অধিকারী।
এদিকে, বিরোধী দলনেতাকে আটকাতে ত্রিস্তরীয় ব্যারিকেডের ব্যবস্থা করেছে পুলিশ। সন্দেশখালি কার্যত পরিণত হয়েছে দুর্ভেদ্য দুর্গে। গতকালের সুকান্ত এফেক্ট-এর পর আজ শুভেন্দু কী করিশ্মা দেখান, সেই দিকেই এখন তাকিয়ে সন্দেশখালি।