নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া: আজ পাঁশকুড়ার জঁদড়া ও মঙ্গলদারিতে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। seতিনি মঙ্গলদাঁড়ীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, 'উনি কেন এসেছিলেন, কি করে গেছেন সেটা এলাকার বানভাসিরা বলবে। আমি তো বিরোধী দলনেতা আমি তো বিরুদ্ধে বলবই। কি নিয়ে এসেছেন?? পানীয় জল দিয়েছেন? খাবার দিয়েছেন? কথা বলতে দিয়েছে আপনাদের সঙ্গে? ২০০০ পুলিশ নিয়ে এসেছিল'।
এলাকাবাসীর এক বক্তব্যে শুভেন্দু অধিকারী বলেন, 'এলাকা থেকে তোলা তোলে পুলিশ, নেবেন না আপনারা। খাবার দেবো আমরা। আজকে থেকে ভারত সেবা শ্রম রান্না করা খাবার দেবে। আমি জল দেখতে এসেছিলাম ছবি তুলতে আসিনি'। পাশাপাশি মঙ্গলদাঁড়ীতে বানভাসি মানুষদের সাথে কথা বলেন শুভেন্দু অধিকারী ও তাদের হাতে শুকনো খাবার ও ত্রিপল তুলে দেন।
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী ডিভিসিকে কটাক্ষ করেছিলেন। ফের টাকা আটকে রাখার অভিযোগও তুলেছিলেন কেন্দ্রের বিরুদ্ধে। এবার সেটা নিয়েই রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তাকে কটাক্ষ করে বসলেন।