এবার ডিজি ও মুখ্য সচিবের দৃষ্টি আকর্ষণ শুভেন্দুর

রাজ্যের ডিজি ও মুখ্যসচিবের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট শুভেন্দু অধিকারীর। পুলিশের ভূমিকা নিয়েও উঠলো প্রশ্ন।

author-image
Pallabi Sanyal
New Update
as

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : পুলিশের ভূমিকা নিয়ে ফের ক্ষোভ প্রকাশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এক্স হ্যান্ডেলে তুলে ধরলেন মগরাহাটের ব্যাপক অশান্তির কথা।  দুর্গাপুজো সামনেই। তাই রাজ্যে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে ও বজায় রাখতে যা যা করণীয় তাই করার অনুরোধ নিয়ে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ও মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদীর দ্বারস্থ হলেন শুভেন্দু। এক্স হ্যান্ডেলে তাদের ট্যাগ করে ভাংচুর ও সহিংসতার ঘটনার একটি ভিডিও ক্লিপ পোস্ট করে ক্যাপশানে শুভেন্দু লিখেছেন,''দক্ষিণ ২৪ পরগনা জেলায় মগরাহাটের বারাট গ্রামকে সহিংসতা গ্রাস করেছে। বেশ কয়েকটি বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। শান্তিপূর্ণ নিরপরাধ মানুষের বাসস্থানে নিরবচ্ছিন্ন ভাংচুর চালিয়েছে। তাদের জীবন ও সন্তানদের নিরাপত্তার জন্য তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। ওসি আবদুস সামাদ আনসারীর উদাসীনতায় উদ্বুদ্ধ ভাংচুরকারীরা পুলিশের নিষ্ক্রিয়তার আশ্বাস পাওয়ায় নির্বিকার হয়ে পড়ে। ভুক্তভোগীরা পর্যন্ত অভিযোগ করছেন যে পুলিশের একটি অংশের দ্বারা উস্কানি দেওয়া হতে পারে। যার ফলে নির্বোধের মতো অশান্তির ঘটনা ঘটানো হয়েছিল।তাদের আশঙ্কা ভিত্তিহীন নয় কারণ পুলিশ অপরাধীদের ধরার পরিবর্তে ভুক্তভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।''

 

hiren