নিজস্ব প্রতিনিধি, মহিষাদল: ''রাজ্য সরকার খেলা, মেলা, হেলিকপ্টার চড়ে এপাং ওপাং ঝপাং করে কোটি কোটি টাকা খরচ করলেও রাজ্যের বেহাল রাস্তার দিকে নজর নেই। পুজোর সময় রাজ্যের অধিকাংশ রাস্তা চলার অযোগ্য। পুজোয় মানুষ কিভাবে বাড়ি থেকে বেরাবে? সেদিকে রাজ্য সরকারের কোন নজর নেই।'' অবিলম্বে রাজ্যের বেহাল রাস্তা মেরামতির দাবিতে মহিষাদল ব্লকের হরিখালি থেকে তেরপেখ্যা পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা পদযাত্রায় সামিল হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা হলদিয়ার বিধায়িক তাপসী মন্ডল, জেলার সাধারণ সম্পাদক রামকৃষ্ণ দাস সহ অন্যান্যরা। এদিন শুভেন্দুবাবু বলেন, ''বর্তমান রাজ্য সরকার খেলা,মেলার পাশাশা হেলিকপ্টার নিয়ে এপাং ওপাং ঝপাং করে কোটি কোটি টাকা খরচ করে চলেছে। কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করছে না। শুধু মহিষাদল নয় রাজ্যে জেলায় জেলায় রাস্তার বেহাল অবস্থা।পুজোর সময় রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষ বিপদে পড়ছে। তারই প্রতিবাদ জানাচ্ছি।আগে সিপিএম, কংগ্রেসের বিরোধী দলনেতা প্রতিবাদ করতো না। সাধারন মানুষের জন্য রাস্তায় নেমে প্রতিবাদ করে চলেছি। যতক্ষণ না রাস্তা নির্মান সহ রাজ্যের উন্নয়ন না হয় আমাদের আন্দোলন জারি থাকবে।''