নিজস্ব সংবাদদাতা : হঠাৎ ফুল - মিষ্টি হাতে বিডিও অফিসে প্রবেশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর! বিডিওর জন্যই ফুল-মিষ্টি! তার দেখা না পেয়ে জয়েন্ট বিডিওর হাতে ফুল-মিষ্টি তুলে দিলেন বিরোধী দলনেতা! পাঁচলায় এ কী কাণ্ড! হাওড়ার পাঁচলা পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক অশান্তির সাক্ষী থেকেছে। লুঠ-ছাপ্পা-হামলার অভিযোগের পরেও বিজেপির তরফে এহেন পদক্ষেপে আশ্চর্য হচ্ছেন? তবে এদিন পাঁচলার বিডিও অফিস থেকেই নতুন কর্মসূচি শুরু করলেন শুভেন্দু অধিকারী। আগামী দিনে প্রতি জেলায় এই কর্মসূচি পালিত হবে।
ভোটের নামে প্রহসন হয়েছে বলে বার বার সুর চড়িয়েছে বিজেপি। জেলায় জেলায় আক্রান্ত কর্মী ও নিহত কর্মীদের বাড়ির লোকেদের সঙ্গে সাক্ষাৎ করছেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা। শুভেন্দু অধিকারীও আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলছেন। সোমবার তিনি যান পাঁচলায়। বেশ কিছু কর্মীদের হাতে সাহায্যও তুলে দেন তিনি। কথা বলে আশ্বাস দেন পাশে থাকার। সেখান থেকে যান পাঁচলা থানার ওসি মফিজুল ইসলামের সাথে দেখা করতে। এখনও আতঙ্কে ঘর ছাড়া বিজেপি কর্মীরা। তাদের ঘরে ফেরানোর আর্জি জানান। আর এসবের মাঝেই বিডিও অফিসে হাজিরার ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। ফুল-মিষ্টি নিয়ে গেলেও ফুলটি ছিল কালো গোলাপ। আসলে এটাই বিজেপির অভিনব কর্মসূচি যা জেলায় জেলায় শুরু হতে চলেছে। জয়েন্ট বিডিওর হাতে কালো গোলাপ ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে শুভেন্দু বিদ্রুপের সুরে বলেন, ' আপনারা পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষা করেছেন। তার জন্য এই ফুল আর মিষ্টি দিয়ে গেলাম।' অনেক জায়গাতেই ভোটে কারচুপির অভিযোগ উঠেছে বিডিওদের বিরুদ্ধে। এবার তাদের মিষ্টি মুখ করিয়ে আসলে জবাব দিতে চাইছে বিজেপি। পদ্ম শিবিরের এহেন প্রতিবাদ আলোড়ন ফেলেছে রাজনৈতিক মহলে। তবে ভোট মিটলেও যে অশান্তির আঁচ থামার নয় সেটা একপ্রকার স্পষ্ট। প্রতিনিয়ত শাসক-বিরোধী দলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। ঘটছে প্রাণহানির ঘটনাও। অশান্তি অব্যাহত। আর এসবের মাঝেই নতুন পদক্ষেপ বিজেপির।
বিডিও অফিস থেকে বেরিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। তিনি বলেন, ''এরা এত সুন্দর গণনা করেছে, মমতাময়ী নির্মমতাকে সব ভোট লুঠ করে উপহার দিয়েছে। চৌর্য বৃত্তির কাজে যুক্ত গোটা পশ্চিমবাংলার বিডিওরা।'' ভোটে এবার ব্যাপক লুঠের অভিযোগ তুলেছে বিরোধীরা। প্রায় ৬ হাজার বুথে নতুন করে নির্বাচন করার বিষয়ে আদালতে দ্বারস্থ হয়েছে বিজেপি।