চা-বাগান! প্রচারে দড়ি টানাটানি

চা বাগানের উন্নয়নে অবদান বেশি কার, তৃণমূল না বিজেপির? প্রচারে দড়ি টানাটানি। নির্বাচনী প্রচারে শাসক-বিরোধীর নজরে চা বাগান।

author-image
Pallabi Sanyal
New Update
১২৩

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : দিন কয়েক আগে জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে গিয়ে চা বাগানের উন্নয়ন নিয়ে বিজেপিকে নিশানা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন,  সিংহভাগ চা-বাগান খুলে দিয়েছে তৃণমূল। সেই সঙ্গে চা শ্রমিকদের জন্য ঘরের ঘোষণা করেন তিনি। ৩ লক্ষ শ্রমিককে পাকা বাড়ি  বানিয়ে দেওয়ার পাশাপাশি চা শ্রমিকদের রাজ্য সরকার চা বাগানের পাট্টা দেবেন বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আলিপুরদুয়ার থেকে সেই চা-বাগানের উন্নয়ন নিয়ে তৃণমূলকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু সুর চড়িয়ে বলেন, ''চা-শ্রমিকদের ভাঁওতা ছাড়া আর কিছুই দেয়নি তৃণমূল সরকার। চা বাগান শেষ করে দিচ্ছে তৃণমূল সরকার। চোরের দল বলে তৃণমূলকে কটাক্ষ করে বলেন, চোরের দল তৃণমীলকে উপড়ে ফেলা দরকার। সাধারণ মানুষের টাকা লুঠ করছে। নো ভোট টু মমতা।''