RG Kar: এক ঘরে অত্যাচার-অন্য ঘরে দেহ! কোন রাজ্যে আছেন? ফের বিস্ফোরক শুভেন্দু

তিলোত্তমার ঘটনায় ফের বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর।

author-image
Aniruddha Chakraborty
New Update
suvendu sad face

file pic

নিজস্ব সংবাদদাতাঃ তিলোত্তমার ঘটনায় প্রথম থেকেই প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। মিছিল-মিটিং চলছে লাগাতার। বাদ গেল না রবিবার। পূর্ব মেদিনীপুরের রামনগরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বঙ্গের নারী নিরাপত্তা নিয়ে তুললেন প্রশ্ন। এমনকী তিনি বললেন, আরজি করের ঘটনায় সিবিআই-এর জমা দেওয়া রিপোর্টে কী আছে তা নিয়ে স্তম্ভিত খোদ প্রধান বিচারপতিও। বিরোধী দলনেতা দাবি করলেন, তিলোত্তমাকে ধর্ষণ করা হয়েছে এক জায়গায়। আর তারপর তাঁর দেহ সরিয়ে ফেলা হয়েছে অন্য স্থানে।

এদিন বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, “উত্তরপ্রদেশে একটা ঘটনা সামনে এলে যোগীজী কী করেন দেখতে পাচ্ছেন। আসামে ঘটেছিল এমন ঘটনা। পুকুরে চুবিয়ে-চুবিয়ে জল খাইয়েছে পুলিশ। মহারাষ্ট্রে আমাদের সরকার। বদলাপুরে রাম নাম সত্য করে দেওয়া হয়েছে ধর্ষকের। আর একটা অদ্ভুত রাজ্যে আমরা বাস করি যেখানে সরকারি হাসপাতালে ৩৬ ঘণ্টা ডিউটির পর ডাক্তার বোনকে রক্ষকের হাতে ধর্ষক হতে হয়।”

পুলিশের ভূমিকা নিয়ে বিরোধী দলনেতা বলেন, “কী অদ্ভুত! এই ঘটনায় গ্রেফতার সিভিক ভলান্টিয়র। তার সঙ্গে একই জেলে বন্দি টালা থানার ওসি আর সন্দীপ ঘোষ। ভাবতে পারেন আপনি আক্রান্ত হলে কোথায় যাবেন? থানায় তো? অথচ দেখুন থানার ওসিও জেলে। আরজি করের প্রাক্তন মালিকও জেলে। এ ভূ-ভারতে কোথাও নেই।”

বিরোধী দলনেতার দাবি, “আমি বিরোধী দলনেতা। আমি বলছি একটা ঘরে অত্যাচার করেছে। অন্য ঘরে নিয়ে গিয়ে দেহ রেখেছে। এমনকী জামা কাপড় বদলেছে। রক্তের স্যাম্পেল বদলেছে। সিসিটিভি ফুটেজ নষ্ট করেছে। ভাবতে পারেন কোন রাজ্যে আছেন?”