BREAKING NEWS: গতকালই আদালত অনুমতি দিয়েছিল শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার। এছাড়াও বিরোধী দলনেতাকে পুলিশি নিরাপত্তার নির্দেশ দিয়েছিল আদালত। সেই কথা মতো আজ সকাল ন'টায় সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী। প্রথমে বাসন্তী হাইওয়েতে বাধা, পরবর্তীতে রামপুরেও বাধা পেতে হয় তাঁকে। এরপর, পুলিশ দাবি করেন পুলিশের কাছে তাঁদের ঢুকতে দেওয়ার কোন অর্ডারই আসেনি। এই সকল ঘাত প্রতিঘাত পেরিয়ে এখন সন্দেশখালির মাটিতে পা রাখলেন শুভেন্দু অধিকারী।
/anm-bengali/media/post_attachments/7ee2921e0cd3c2cfab6e85e3869fb0c9423f12091467b36055934477c9557cb2.jpeg)
/anm-bengali/media/post_attachments/c549ce327fdce9adcd4f8683e0c33544fa637e2098fd49a3911ed0ce74d4c45e.jpeg)
/anm-bengali/media/post_attachments/87562019fa28cd3bcb5645ba228b3855d40fed4a84a8c433112a1c3c29e07ade.jpeg)
/anm-bengali/media/post_attachments/f777329c8a6b2a7a9838b92e60cd8adaeef38ae133ddc9ba80a165bbe96d3ca4.jpeg)