নিজস্ব সংবাদদাতাঃ ‘বাংলার বাড়ি’ নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এক টুইট বার্তায় শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘সম্প্রতি আমি মাননীয় কেন্দ্রীয় নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীকে একটি চিঠি লিখেছি। এই চিঠিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা - শহুরে (পিএমএওয়াই-ইউ) এর সুবিধাভোগীদের জন্য নির্মাণাধীন বাড়ির দেওয়ালে পশ্চিমবঙ্গ সরকারের "বাংলার বাড়ি" প্রকল্পের চিত্রণ করছেন কয়েকজন বলে আমি অভিযোগ জানিয়েছি। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় যারা বাড়ি পেতে চলেছেন তাঁদের বিভিন্নভাবে হুমকিও দেওয়া হচ্ছে। আমি এই বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপের আবেদন জানিয়েছি।‘