নিজস্ব সংবাদদাতাঃ ২০২৩ সালের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই হবে। আজ বৃহস্পতিবার এমনই সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এদিকে হাইকোর্টের এহেন রায়কে স্বাগত জানালেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, 'ভালো সিদ্ধান্ত নিয়েছে আদালত।'