নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : 'আমি ছোটখাটো লোকেদের টার্গেট করি না, আমার টার্গেট পিসি আর ভাইপো'', বিজেপির বিজয়া সম্মেলনী থেকে তীব্র ভাষায় আক্রমণ শুভেন্দু অধিকারীর। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় বিজেপির বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এসে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,''যে মমতা ব্যানার্জি পিতৃপক্ষে দুর্গাপূজা উদ্বোধন করতে বেরোয়, যে মমতা ব্যানার্জি সরস্বতী মন্ত্র পাঠ করতে ভুল করে, যে মমতা ব্যানার্জি ভাত খেয়ে পায়ে চটি পরে চন্ডীপাঠের পিন্ডি চটকে দেয়, সেই মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হিন্দু ভোটাররা হারিয়েছে। যদিও তার পার্টি পশ্চিমবঙ্গে জিতে গিয়েছিল। যে রাজ্য সরকার পুলিশকে দিয়ে টাকা তোলায়, সেই টাকা ভাইপোর কাছে যায়, তার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের নাম হয়েছে মমতা পুলিশ।'' বিজেপি নেতা সুর চড়িয়ে আরো বলেন, ''আমি এই ছোটখাটো লোকেদের টার্গেট করি না আমার টার্গেট পিসি আর ভাইপো। তাই আপনাদের কাছে আমি বলব, যারা চাকরি বিক্রি করেছে, সব কিছু বেচে দিয়েছে, তাদেরকে ক্ষমা আপনারা করবেন না। আর কি বেড়েছে জানেন? মমতা ব্যানার্জির সময়ে ২১ হাজার মদের দোকান। চারিদিকে মদময় মমতা ব্যানার্জি সরকার। পুজোতে ব্রিটিশরাও অষ্টমীর দিন মদের দোকান বন্ধ রাখতো এবং সিপিএমও অষ্টমীর দিন মদের দোকান বন্ধ রাখতো। এবং এই প্রথমবার মমতা ব্যানার্জি অষ্টমীর দিনেও মদের দোকান খোলা রেখে ৬০০ কোটি টাকা কামিয়েছে শুধু দুর্গাপুজোতে।''