নিজস্ব সংবাদদাতা: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি পুরসভা নিয়ে সারদাকর্তার লেখা ‘বিতর্কিত’ চিঠি সিবিআইকে তদন্তের জন্য পাঠানোর নির্দেশ দিয়েছে আজই আদালত। কলকাতার নগর দায়রা আদালতে ওই চিঠি নিয়ে তদন্তের দাবিতে পিটিশন করেন তৃণমূল নেতা কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী। বুধবার শুনানির পরে বিষয়টি সিবিআইকে পাঠানোর নির্দেশ দেওয়া হল।
আগেই এই চিঠি সারদাকর্তাকে দিয়ে লেখানো হয়েছিল বলে অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার আদালত যে নির্দেশ দিয়েছে তাকে স্বাগতও জানান শুভেন্দু। বলেন যে তাঁর কাজটার সুবিধা হয়ে গেল। এই চিঠিটা কাকে দিয়ে লিখিয়েছেন সেটা প্রমাণিত হয়ে যাবে। তিনি সেটাই চেয়েছিলেন। চিঠিটা কে লিখিয়েছিল বেরিয়ে যাবে। হুঙ্কার দিলেন যে মজাটা বুঝিয়ে দেবেন তিনি।