সন্দেশখালির মহিলাদের 'রেট বাঁধা', শুভেন্দু অধিকারী এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে!

তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ২৪ ঘণ্টার জন্য প্রচার থেকে দূরে রাখার সিদ্ধান্তে মুখ খুললেন শুভেন্দু অধিকারী।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
COVERsam

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিরূপ মন্তব্য করায় নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের অভিযোগক্রমে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ২৪ ঘণ্টার জন্য প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বিজেপি মেনে নিয়েছে বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। 

শুভেন্দু অধিকারী বলেন, 'আমরা মেনে নিলাম। কিন্তু এটা একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়া উচিত। এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে বলেননি, মমতা বন্দ্যোপাধ্যায় আগে সন্দেশখালির মহিলাদের রেট বাঁধার কথা বলেছেন, তার প্রত্যুত্তরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন"। শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায় এক দলীয় কর্মীসভায় এসেছিলেন। 

Add 1