"সিপিএম আর যাই করুক ত্রাণ নিয়ে রাজনীতি করেনি যেটা মমতা ব্যানার্জী করেছেন"! খোঁচা শুভেন্দুর

বন্যা নিয়ে খোঁচা।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-09-23 at 7.16.21 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বরদা বিশালাক্ষী এলাকায় যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বন্যা পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি বিশালাক্ষী মন্দির সংলগ্ন এলাকায় বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

বিশালাক্ষী এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যেগে বন্যাদুর্গতের জন্য ত্রাণ বন্টন শিবির খোলা হয় সেখান থেকেই ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। ঘাটাল থেকে দাসপুরেও যান শুভেন্দু অধিকারী। সেখানে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন স্থানীয় নেতৃত্বদের সাথে নিয়ে। ঘাটালে সরকারের ত্রাণ বিলি নিয়ে রাজনীতির অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। "সিপিএম আর যাই করুক ত্রাণ নিয়ে রাজনীতি করেনি যেটা মমতা ব্যানার্জী করেছেন", মন্তব্য শুভেন্দু অধিকারীর। "আর ঘাটাল মাস্টার রূপায়ন হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের জনই,চাইলে ১৩ বছরে ঘাটাল মাস্টার প্লান রূপায়ন করতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়", এমনও দাবি করেন বিরোধী দলনেতা। বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার ব্যার্থ বলে জানান শুভেন্দু অধিকারী।

"চারদিন ধরে ঘাটাল দাসপুর মিলিয়ে ৭-৮ হাজার মানুষকে রান্না করা খাবার তুলে দেওয়া হয়েছে,ঘাটালের বিজেপি বিধায়ক তার সতীর্থদের নিয়ে সাধ্যমতো চেষ্টা করছে ত্রাণ বিলির কাজে। আমরা সরকার নই, ত্রাণ দেওয়া নিয়ে আমাদের কিছু বাধ্যকতা আছে। এক সপ্তাহ হয়ে গেল সরকার কিছু করেনি এখানকার সাধারণ মানুষের জন্য", এমনটাই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।