শুভেন্দু অধিকারীকে নিজেদের ভয়ের কারণ জানালেন গ্রামবাসী

সন্দেশখালির নির্যাতিতারা বারবার অভিযোগ করেছেন তাঁদের উপর অত্যাচারের কথা। কেউ বলেছেন বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে। কেউ জানিয়েছেন, কোল থেকে বাচ্চা ফেলে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার সন্দেশখালির গ্রামে পৌঁছতেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিজেদের ভয়ের কারণ জানালেন গ্রামবাসীরা।

নন্দীগ্রামের প্রসঙ্গ তোলেন

শুভেন্দু সন্দেশখালির ৮ নম্বর মাঝেরপাড়ার বিনাপানি সমাজ কল্যাণের মাঠে বসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। তিনি নন্দীগ্রামের প্রসঙ্গ তোলেন। বিরোধী দলনেতা বলেছেন, “সন্ধ্যের পর কোনওভাবে বহিরাগতদের দেখেন, তাহলে শাঁখ বাজাবেন। সেই সময় সবাই সতর্ক হয়ে যাবেন। একজোট হয়ে লড়াই করবেন।”