নিজস্ব সংবাদদাতাঃ আজ নন্দীগ্রাম দিবস। আর এই বিশেষ দিনে কড়া বার্তা দিলেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘নিষ্ঠুর ও নৃশংস শাসকগোষ্ঠীর স্বৈরাচারী কৌশলকে প্রতিহত করতে গিয়ে নন্দীগ্রাম আন্দোলনে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই।‘ এছাড়া গোকুলনগরে তিনি এক কর্মসূচীতে জানান, ‘শহীদের রক্ত হবে নাকো ব্যর্থ। ২০২৪ সালের ১০ নভেম্বর চোরমুক্ত বাংলার দেখা মিলবে। বাংলা থেকে অনেক লিড পাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দামারিতে ৩টি রোহিঙ্গা পরিবারকে বসানো হয়েছে।‘