মহিলাকে বিবস্ত্র করে মারধর-বিধানসভার...ধর্না!বিরাট হুঁশিয়ারি শুভেন্দুর

কোচবিহারের ঘটনায় বড় মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
suvenduio.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। জানা গিয়েছে, এই বিষয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিঠি পাঠিয়েছেন জাতীয় সংখ্যালঘু কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন ও জাতীয় মহিলা কমিশনকে। কোচবিহারের ওই বিতর্কিত ঘটনায় বাংলায় টিম পাঠানোর আবেদন জানিয়ে তিন কমিশনের কাছে চিঠি লিখেছেন তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, "এটি সভ্য সমাজের লজ্জা। আমার সঙ্গে বোনের কথা হয়েছে। তার পাশে আমরা সবাই আছি। বিজেপির মহিলা বিধায়করা সোমবার থেকে বিধানসভার গেটে ধর্নাতে বসবেন। এই অত্যাচারের সিবিআই তদন্তের দাবি করে আমাদের দিদিভাইরা সোমবার থেকে ধর্নায় বসছেন। আশা করি, সেদিন এক যাত্রায় পৃথক ফল হবে না। অধ্যক্ষ দুটি চোখ খোলা রাখবেন, একটি চোখ অন্তত বন্ধ করবেন না।" 

Adddd