বাংলায় লোকসভা ভোটের দামামা বাজালেন শুভেন্দু ?

আজ তমলুকে দাঁড়িয়ে আসন্ন ২০২৪ সালের লোকসভা ভোটের দামামা কার্যত বাজিয়ে দিলেন বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

author-image
SWETA MITRA
New Update
su nim.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিশানায় রাজ্যের শাসক দল। আবারও একবার তাঁর মুখে শোনা গেল পঞ্চায়েত ভোটে হিংসার কথা। আজ সোমবার তিনি ভোট লুটের অভিযোগ অবধি তুললেন। আজ তমলুকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘২৫টি গ্রাম পঞ্চায়েত প্রার্থীদের ঢুকতেই দেওয়া হয়নি। অনেক ভোট লুট করেছে এই তৃণমূল।‘ লোকসভা ভোট নিয়ে এদিন তিনি আরও বলেন, ‘আমাদের আগামী দিনের লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টি যাকে প্রার্থী করবে তাঁকে জেতানোর দায়িত্ব আমাদের। ২০২১ সালের ভোটের থেকেও বেশি আমাদের এই লোকসভা ভোটে আসন পেতে হবে। কাঁথিতে আমরা ৫- ৬ গুণ ভোট পেয়ে যাবো, এটুকু আমার বিশ্বাস।‘