বাংলা বিস্ফোরকের ভাণ্ডার! বাজি কারখানায় বিস্ফোরণে NIA তদন্ত চান শুভেন্দু

বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার পর উত্তপ্ত রাজনৈতিক মহল। সরাসরি এনআইএ তদন্তের দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা এবং বিধায়ক শুভেন্দু অধিকারী।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
suvendu upset

নিজস্ব সংবাদদাতা: এগরায় বাজি তৈরির কারখানায় (Firecrackers Factory) বিস্ফোরণে (Blast) এলাকা যেন বারুদের স্তূপে পরিণত হয়েছে। চারিদিক ভরে গেছে ধোঁয়ায়। গ্রামবাসীদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। এই নিয়ে নিজের মতামত ব্যক্ত করলেন বিধায়ক এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। টুইট করে লেখেন, 'পূর্ব মেদিনীপুরের এগরার সাহাড়া গ্রামে স্থানীয় আঞ্চলিক তোলা-মূল পার্টি নেতা (TMC Leader) কৃষ্ণপদ বাগ ওরফে ভানুর বাড়িতে বিশাল বিস্ফোরণ ঘটে। আমি খবর পাচ্ছি যে হতাহতের সংখ্যা প্রচুর। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা উচিত কারণ মমতার পুলিশ বেআইনিভাবে মৃতদেহ স্থানান্তর করছে'। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং মাননীয় রাজ্যপালকে সাক্ষ্য বিকৃত করার আগে যত তাড়াতাড়ি সম্ভব এনআইএ তদন্ত (NIA) শুরু করার জন্য অনুরোধ করছি। বাংলা এখন বিস্ফোরকের ভাণ্ডারে পরিণত হয়েছে। ঈশ্বর বাংলাকে রক্ষা করুন'।