বাংলার রক্ষকই ভক্ষক! তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর

আলিপুর দুয়ারে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দু আধিকারীর।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
suvendu sad face

নিজস্ব সংবাদদাতা:  আরজি কর কাণ্ডের পর আলিপুর দুয়ারের একের পর এক ঘটনা সংবাদের শিরোনামে উঠে এসেছে। বৃহস্পতিবার পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করে খুন করা হয়।  আবার শুক্রবার এক নয় বছরের বালিকাকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে ফের একবার তৃণমূল সরকারকে কাঠগোড়ায় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে নামেন শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থীর সমর্থনে গয়েরকাটার মিছিল করেন বিরোধী দলনেতা।  মিছিলের পর শুভেন্দু অধিকারী বলেন, "বাংলায় রক্ষকই ভক্ষক।পৃথিবীর কোথাও এমন পাবেন না। আর জি কর থেকে ফালাকাটা, একের পর এক ঘটনা ঘটছে। বাংলায় মহিলারা সুরক্ষিত নন। ভোটবাক্সে এর জবাব দিন।"

আলিপুরদুয়ারে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল।  কুমারগ্রামে নয় বছরের এক বালিকাকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ও নির্যাতিতা একই গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।  নাবালিকার বাবা বলেন, “গতকাল আমার মেয়ে নদীতে স্নান করতে গিয়েছিল। তখন তাকে ভুলিয়ে জঙ্গলে নিয়ে যায় ছেলেটি। তারপর মেয়ের উপর শারীরিক অত্যাচার করে।” এদিকে মেয়ে বাড়ি ফিরে আসছে না দেখে চিন্তায় পড়ে পরিবার। তখন নাবালিকার মা নদীর ধারে যান। দেখেন, তাঁদের মেয়েকে নিয়ে ফিরে আসছে ওই যুবক। মেয়েটি মায়ের সঙ্গে বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়িতে ফেরার পর থেকে নাবালিকার গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হতে থাকে। বাবা-মাকে সব কথা খুলে বলে নাবালিকা। এরপর নাবালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় বাসিন্দারা।