"আমরা চাইলে বিধানসভা ভাঙচুর করতে পারি....", তীব্র হুমকি শুভেন্দু অধিকারীর

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "আমরা চাইলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে গিয়ে বিধানসভা ভাঙচুর করতে পারি। কিন্তু আমাদের সেই মানসিকতা নেই।"

author-image
Tamalika Chakraborty
New Update
suvenduadhikary.jpg

নিজস্ব সংবাদদাতা : টাকিতে পুলিশের সঙ্গে ঝামেলার পর অসুস্থ হয়ে পড়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে, বিরোধী দলনেতা সন্দেশখালি ইস্যুতে প্রতিবাদ আরও জোরদার করার হুমকি দিলেন। তিনি সুকান্ত মজুমদারের অসুস্থ হওয়ার জন্য পুলিশের উৎপীড়নকেই দায়ী করছেন। তিনি বলেন, "তিনি বলেন, বিজেপি কর্মী থেকে সাধারণ মানুষ সবাই চাইছেন বনধ ডাকা হোক। কিন্তু এতে বহু মানুষ বিপর্যস্ত হবেন। বিজেপি কাউকে অসুবিধায় ফেলতে চায় না।" এদিন তীব্র হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "আমরা চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে বিধানসভায় ভাঙচুর করতে পারি। সেই ক্ষমতা বা শক্তি রয়েছে। কিন্তু আমাদের সেই মানসিকতা নেই।"

tamacha.jpeg

tamacha1.jpg

tamacha3.jpeg

 tamacha4.jpeg