নিজস্ব সংবাদদাতা: এগরার (Egra) বিস্ফোরণস্থলে গিয়ে রাজ্যের শাসকদলকে (State Govt) আক্রমণে বিদ্ধ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকায় বাজি কারখানায় (Firecrackers Factory) বিস্ফোরণে একের পর এক মৃত্যুতে মমতার সরকারকে (Mamata Govt) কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ইস্তফা দাবি করেছেন তিনি। বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে বলি, শুধু বাজি কারখানাই নয়, পঞ্চায়েত নির্বাচনকে (Panchayet Election) সামনে রেখে আপনার পার্টিকে বোমা সাপ্লাই করার জন্য এই কারখানা তৈরি হয়েছিল। আর আপনার পুলিশ প্রতি মাসে এখান থেকে ৫০ হাজার টাকা করে নিয়ে যেতেন’’। বাজি কারখানা যাঁর, সেই অভিযুক্ত ভানু এখন পুলিশের খাতায় ‘পলাতক’।