নিজস্ব সংবাদদাতা: 'আসানসোল-দুর্গাপুর থেকে বাছাই করা গুণ্ডাদের পুলিশী পাহারায় নিয়ে যাওয়া হচ্ছে...’। শেষ বেলার প্রচারে এমনই বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তালডাংরা বিধানসভা উপ নির্বাচনের শেষ দিনে তালডাংরা মার্কেট কমপ্লেক্সে বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর সমর্থনে প্রচার চলাকালীন ভরা সভা থেকে এমনটা বললেন বিরোধী দলনেতা।
এদিন তিনি বলেন, “১৩ তারিখ কোথাও ভোট লুঠ হলে ওই দিন সন্ধ্যা ছ'টার পর বিধায়ক-সাংসদদের নিয়ে বাঁকুড়া এস.পি অফিসে অবরোধ করে বসে থাকবো”। একই সঙ্গে এদিন তিনি আরও বলেন, পুলিশের সঙ্গে তৃণমূল এখানকার শিলাবতী, জয়পণ্ডা নদীর বালি লুঠ করছে। আর এই কাজে সরাসরি তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি শঙ্কু (তারাশঙ্কর রায়) ও তার ছেলে যুক্ত বলে তিনি অভিযোগ করেন।
এদিন ফের একবার রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে তুলোধনা করেন নন্দীগ্রামের বিধায়ক। এদিন তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গকে তৃণমূল শেষ করে দিয়েছে, গণতন্ত্র নেই। জেলার জঙ্গল মহলে পুলিশি রাজ চলছে’।
এদিন ফের একবার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুকে 'প্রাক্তন' সিপিআইএম নেতা বলে দাবি করেন শুভেন্দু। তিনি বলেন, উনি এক সময় সিপিআইএমের হয়ে মাতব্বরী করতেন। ওর বাবা ওই দলের প্রধান ছিলেন। এছাড়াও 'চিরকুটে' চাকরী পাওয়া ফাল্গুনী একদিনও স্কুলে যাননা বলে শুভেন্দু অধিকারী দাবি করেছেন। এদিন কার্যত শেষবেলার ভোট প্রচারে বিতর্কের ঝড় তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী।