নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার তৃণমূলকে (TMC) নিশানা করলেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পঞ্চায়েত ভোটকে ঘিরে একদিকে যখন বঙ্গ রাজনৈতিক জগতে পারদ চড়ছে, ঠিক তখন রাজ্যের শাসক দল তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় লেখেন, ‘আঞ্চলিক তোলামুল পার্টি গোয়া, ত্রিপুরা ও মেঘালয়ে বিজেপিকে নাস্তানুবুদ করার চেষ্টা করেছিল। এর ফলে তৃণমূল জাতীয় পার্টির তকমা হারায়। আমি আজ বঙ্গ বিজেপিকে প্রতিশ্রুতি দিচ্ছি তাদের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে কঠোর লড়াই করব এবং শীঘ্রই এমন একটি দিন আসবে যখন আঞ্চলিক তোলামুল পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীদের নৌকা, সাইকেল রিকশা, নারকেল গাছ, কলা গাছের মতো 'মুক্ত প্রতীক' থেকে বেছে নিতে হবে। ওই দিন পর্যন্ত আমি বিশ্রাম নেব না।‘