পাকিস্তানকে সমর্থন করেন মমতা! নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর

ইতিহাস গড়েছে ভারতের চন্দ্রযান-৩। গতবার ২০১৯ সালে ভারতের চন্দ্রযান-২ নরম অবতরণ মিস করেছিল, যা থেকে বিজ্ঞানীরা এবারের মিশনে বড় ধরনের পরিবর্তন এনেছেন।

author-image
SWETA MITRA
New Update
su maa.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি মোদী সরকারকে চন্দ্রযান ২ মিশন নিয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেছিলেন, ‘চন্দ্র অভিযানের ধাক্কা খেয়েছিলেন মনে আছে?' এদিকে এই ইস্যুকে তুলে ধরেই মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নাম না করে পাকিস্তান সমর্থনকারী আখ্যা দিয়েছেন মমতা। আজ শুক্রবার শুভেন্দু এক টুইট বার্তায় লেখেন, ‘সময় কিভাবে বদলে যায়! মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী জি জোর দিয়ে বলেন, প্রত্যেকেরই চন্দ্রযান ২ মিশনকে একটি শিক্ষা হিসাবে বিবেচনা করা উচিৎ। এদিকে ISRO চন্দ্রযান-২ মিশন থেকে শিক্ষা নিয়ে সূক্ষ্ম পরিবর্তনগুলো বাস্তবায়ন করে চন্দ্রযান-৩ মিশন চালু করে ইতিহাস সৃষ্টি করে। চাঁদের দক্ষিণ মেরুতে নরম অবতরণকারী প্রথম দেশ হিসাবে বিশ্ব যখন আমাদের অবিশ্বাস্য কৃতিত্বের প্রশংসা করছে, তখন পাকিস্তান এবং ভারতে তাদের "সহানুভূতিশীলদের" ভুলে যাওয়া উচিৎ নয় যারা চন্দ্রযান -২ মিশনের পরে আমাদের অপমান করার সুযোগটি হাতছাড়া করেনি।‘