শুভেন্দু অধিকারী- রাতের সবচেয়ে ধামাকা খবর

অবাধ ও শান্তিপূর্ণ ভোট না হলে পুলিশ সুপারের অফিস ঘেরাও করার হুমকি দিলেন শুভেন্দু অধিকারী।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
d

File Picture

ডেবরা, পশ্চিম মেদিনীপুর: রাত পোহালেই রাজ্যের ৬ বিধানসভায় উপনির্বাচন। ছয় বিধানসভার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মেদিনীপুর সদর বিধানসভা কেন্দ্র। ভোটের দিন আগে অর্থাৎ মঙ্গলবার বিকেলের উপর দলীয় কর্মী সমর্থকদের বাড়ি গিয়ে পুলিশ হয় দেখাচ্ছেন বলে অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিজেপি কর্মীদেরকে গ্রেপ্তার করছে পুলিশ, প্রার্থী এখনো শালবনি থানায় গিয়ে বসে রয়েছে দলীয় কর্মীদের কে ছাড়ানোর জন্য। মঙ্গলবার রাত্রি আটটার পর ঘাটাল সাংগঠনিক জেলার কার্যালয় দেবরায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।

তিনি বলেন ভোট শেষ হয়ে যাওয়ার পর পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারের অফিস ঘেরাও করবেন। সেইসঙ্গে তিনি আরো বলেন পুরো পশ্চিম মেদিনীপুর জেলার কর্মী সমর্থকরা সকাল থেকে এসে চন্দ্রকোনা রোড, খড়গপুর এবং ডেবরা, তিন জায়গায় জমায়েত থাকবে। ভোট লুট করার চেষ্টা করলে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাবেন। গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য বিজেপি রাস্তায় নেমে প্রতিবাদ জানাবে। মেদিনীপুর শহরে ডাক্তার দেখাতে এসেছিল দাঁতনের বিজেপির এক কর্মী, কোন বিধি-নিষদ না থাকায় পুলিশ তাকেও হয়রানি করে। তৃণমূল জেনে গেছে ওদেরকে মহিলারা আর ভোট দেবে না আরজিকরের নারকীয় ঘটনার পর। তাই সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে ভয় দেখিয়ে ভোট লুট করে জিততে চাইছে এমনটাই অভিযোগ বিরোধী দলনেতার।