জ্বলছে শুশুনিয়া পাহাড়, ভস্মীভূত বিস্তৃর্ণ অরণ্য, আতঙ্কিত স্থানীয়রা

কে বা কারা আগুন লাগিয়েছে তা এখনও জানতে পারেনি বনদপ্তর।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
4dtyjhk

File Picture

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার সকাল থেকেই আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায় শুশুনিয়া পাহাড়ের একাংশ জুড়ে। রাতভর জ্বলে আগুন। সাদা ধোঁয়ায় ঢাকা পড়ে পাহাড়ের বিস্তীর্ণ অংশ। গত বছর পাহাড়কে আগুন থেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছিল বনদপ্তর। তবে এ বছর বসন্তের শুরুতেই পাহাড়ে আগুন দেখতে পাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। 

কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি। তবে এই আগুনের ফলে পাহাড়ের বন্যপ্রাণ ও ভেষজ উদ্ভিদ পুড়ে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে। 

4wfthv

এদিন ছাতনা বনদপ্তর খবর পেয়েই ৩০ জনের একটি টিম নিয়ে পৌঁছায় শুশুনিয়া পাহাড়ে। ছাতনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক নির্মল দাস জানিয়েছেন, “কোন দুষ্কৃতি বা কে এই আগুন লাগিয়েছে, আমাদের নজর রয়েছে। অনেকটা আয়ত্তে এসেছে এই আগুন”। অন্যদিকে স্থানীয় দোকানদার জয়প্রকাশ মন্ডল বলেন, “গত বছর আগুন লাগেনি এ বছর নতুন করে আগুন লেগেছে। এটা নিয়ে আমরাও আতঙ্কে থাকি। পলাশের সমারোহ এখন, পর্যটক আসছে তারাও আতঙ্কিত হচ্ছে”।