মহিলা সংক্রান্ত ঘটনা, জেলা সম্পাদকের পদ থেকে অপসারণ সুশান্ত ঘোষ!

রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সিপিএমের জেলা সম্পাদক পদ থেকে সরানো হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে।

author-image
Probha Rani Das
New Update
sushant ghosh j.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বেশ কিছুদিন ধরেই সুশান্ত ঘোষের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু অভিযোগ জমা পড়েছিল আলিমুদ্দিন স্ট্রিটে। রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সিপিএমের জেলা সম্পাদক পদ থেকে সরানো হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে।

সুশান্ত ঘোষ এর জায়গায় নতুন জেলা সম্পাদক পদে দায়িত্বভার গ্রহণ করলেন সিপিআইএমের জেলা কমিটির সহ-সম্পাদক বিজয় পাল। রাজ্য কমিটির সিদ্ধান্ত এসে পৌঁছয় জেলায়। যদিও সুশান্ত ঘোষের দাবি, স্ত্রীর অসুস্থতার কারণ জানিয়ে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন তিনি। সব মিলিয়ে জেলা সম্মেলনের আগেই এ ধরনের সিদ্ধান্ত নজিরবিহীন বলেই মনেযদিও অন্যদিকে নতুন দায়িত্ব পাওয়া জেলা সম্পাদক বিজয় পালের বক্তব্য, রাজ্য কমিটি চেয়েছে তাই তাকে দল থেকে অব্যাহতি দিয়েছে।

sushant ghosh j1.jpg

তাছাড়াও তিনি দল থেকে অব্যাহতি জন্য আবেদন করেছিলেন তা গৃহীত হয়েছে। এছাড়াও রাজ্য কমিটিতে অভিযোগ জমা পড়েছিল, তা খতিয়ে দেখে খোদ রাজ্য কমিটিই এই সিদ্ধান্ত নিয়েছে। ভাইরাল ভিডিয়োর বিষয়টি শুনলেও পুরোটা তিনি জানেন না বলে জানিয়েছেন। চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার সঙ্গে বছরের পর বছর সহবাসের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ওই মহিলা দলের রাজ‌্য সম্পাদকের কাছে তাঁদের সম্পর্কের সমস্ত প্রমাণ-সহ লিখিত অভিযোগ করেন। শুরু হয়েছে তদন্ত।