দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বাসস্ট্যান্ড ও বাজার সংলগ্ন এলাকার রাস্তা সংস্কার করতে হবে,পার্কিং এর সুব্যবস্থা করতে হবে, ব্যাঙ্ক লোন ব্যবসায়ীদের প্রদান করতে হবে, ইলেকট্রিকের মূল্যবৃদ্ধি স্মার্ট মিটার,ফিক্ট চার্জের মূল্যবৃদ্ধি কমাতে হবে ,ফুড লাইসেন্স সরলীকরণ করা সহ আরও বিভিন্ন দাবি তুলে মহা সম্মেলনের আয়োজন করল সাউথ বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন। সোমবার কেশিয়াড়ি ব্যবসায়ী সমিতি সম্মলনের আয়োজন করা হয় কেশিয়াড়ির রবীন্দ্র ভবনে। সম্মেলন শুরুর আগে কেশিয়াড়ি বাজারে শোভাযাত্রা হয়। শোভাযাত্রা সারা কেশিয়াড়ি বাজার পরিক্রমা করে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার।এদিনের সম্মেলনের মঞ্চ থেকে একটি পত্রিকার প্রকাশ ঘটে। জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন বেলদা এসডিপিও সামিম বিশ্বাস,কেশিয়াড়ী থানার আই সি বিশ্বজিত হালদার,সম্মেলনের সভাপতি গ্যানেন্দ্রনাথ পাত্র,সংগঠনের জেলা সম্পাদক চন্দন রায়,সংগঠনের নেতৃত্ব রাজকুমার চান্ডক,তপন কুমার দাস,কেশিয়াড়ির বিশিষ্ট ব্যবসায়ী মৃত্যুঞ্জয় সাহু,কেশিয়াড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক অনন্ত দাস সহ অনেকেই।