বিনা চিকিৎসায় কারও মৃত্যু হয়নি! সাফ জানিয়ে দিলেন সুপার

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার জানিয়েছেন, সেখানে বিনা চিকিৎসায় কারও মৃত্যু হয়নি।

author-image
Tamalika Chakraborty
New Update
north bengal medical college


নিজস্ব সংবাদদাতা:  বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, "বিনা চিকিৎসায় ২৭ জন রোগীর মৃত্যু হয়েছে।" অন্যদিকে, শুক্রবার সোশ্যাল মিডিয়ায় জানান, বিনা চিকিৎসায় ২৯ জনের মৃত্যু হয়েছে। এই প্রসঙ্গে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে একজন রোগীরও বিনা চিকিৎসায় মৃত্যু হয়নি। 

junior doctor protest nnn

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সুপার সঞ্জয় মল্লিক বলেন, "আমাদের এখানে কোনও রোগীর মৃত্যু হয়নি বিনা চিকিৎসায়। সিনিয়র চিকিৎসকরা এমারজেন্সির পাশাপাশি বিভিন্ন বিভাগে কাজ করছেন। " পাশাপাশি তিনি বলেছেন, জুনিয়র চিকিৎসকরা ইন্ডোরে কাজ করছেন। কিন্তু আউটডোরে কাজ করছেন না। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ বলেন, তিনি জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনকে সমর্থন করছেন। 

বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, "বিনা চিকিৎসায় রোগী মারা যাচ্ছে। আমি চাইবো ছোট ছোট ভাইবোনেদের শুভ বুদ্ধির উদয় হোক। তাঁরা কাজে ফিরুন।" এরপরেই বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "জুনিয়র চিকিৎসকরা আলোচনায় বসতে চাইছে। কিন্তু দু-এক জনের জন্য তাঁরা বৈঠকে বসতে পারছেন না।  বাইরে থেকে নির্দেশ রয়েছে, সেই কারণেই তাঁরা বৈঠকে বসছেন না। বাংলার সাধারণ মানুষ বুঝতে পারছে ওরা বিচার চায় না, চেয়ার চায়।" মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখান আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। 

 tamacha4.jpeg