বিহার থেকে আনা হয়েছিল সুপারি কিলার, জগদ্দলে শুটআউটে চাঞ্চল্যকর মোড়

মঙ্গলবার জগদ্দলের শুটআউটে এক তৃণমূল কর্মী খুন হয়েছে। জানা গিয়েছে, ভিকি যাদব নামের ওই তৃণমূল কর্মীকে খুনের জন্য বিহার থেকে সুপারি কিলার আনা হয়েছিল। তদন্তে পুলিশ।

author-image
Tamalika Chakraborty
New Update
shoot out

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার সন্ধ্যের সময় জগদ্দলে ভিকি যাদব নামের এক তৃণমূল কর্মীকে গুলি করে হত্যা করা হয়। এই শুট আউটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রের খবর, ভিকি যাদব তৃণমূল নেতা অর্জুন সিংয়ের ভাইপোর ছায়া সঙ্গী ছিলেন। ২০২১ সালের ২ মে অর্জুন সিং ঘনিষ্ঠ আকাশ যাদবকে খুন করা হয় একই ভাবে। সেই সময়ের সাক্ষী ছিলেন ভিকি যাদব। পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করছে, সেই কারণেই ভিকি যাদবকে খুন করা হতে পারে।  পুলিশ সূত্রের অনুমান, ভিকিকে খুন করার জন্য বিহার থেকে ভাড়াটে গুণ্ডা নিয়ে আসা হয়েছিল।  জানা গিয়েছে,  ভিকিকে প্রথমে নাম জিজ্ঞাসা করা হয়। তারপর খুন করা হয়। ইতিমধ্যে কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।  তবে খুনের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর।