নিজস্ব সংবাদদাতা: এবার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সুন্দরবনের জীবজগৎ সম্পর্কে বাস্তবিক জ্ঞান সরবরাহ করতে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে মিশন লাইফ প্রোগ্রামের অধীনে প্রকৃতির অধ্যায়ন শিবির, কর্মশালা ও মডেল প্রদর্শনীর আয়োজন করা হল সুন্দরবনে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডঃ কল্যাণ রুদ্র, পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ এবং মৎস্য বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব রোশনি সেন, সুব্রত ঘোষ, অফিসার অন স্পেশাল ডিউটি, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পরিবেশ শিক্ষা কর্মসূচির নোডাল অফিসার, মিঠুন বিশ্বাস, আইএএস, ক্যানিং পশ্চিমের রিটার্নিং অফিসার এবং ক্যানিংয়ের সাবডিভিশনাল অফিসার, সমঞ্জিত সেনগুপ্ত, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এসপিএম এবং পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত সচিব।
যে স্কুলগুলি এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সেগুলি হল গোসাবা আর আর গভর্নমেন্ট স্পনসর্ড ইনস্টিটিউশন, রাঙ্গাবেলিয়া হাই স্কুল, বালি পূর্বপাড়া হাই স্কুল, মন্মথনগর হাই স্কুল, বিপ্রদাসপুর হাই স্কুল, সুন্দরবন অসিতবরণ হাই স্কুল, বিজয়নগর আদর্শ বিদ্যামন্দির, বালি ধনমনি মডেল হাই স্কুল, পাখিরালা হাই স্কুল এবং চন্ডিপুর হাই স্কুল। দুইদিনব্যাপী এই শিবিরের প্রথম দিনে অর্থাৎ আজ পড়ুয়ারা তাদের প্রদর্শনী নিয়ে প্রস্তুত ছিল। উপস্থিত অতিথিদের সামনে তা সম্পর্কে বিস্তৃত আলোচনা করল তারা।