নিজস্ব সংবাদদাতাঃ গ্রীষ্ম পড়তে না পড়তেই বেড়ে চলেছে তাপমাত্রার মেজাজ। গরমের দাবদাহে পুড়ছে গোটা রাজ্য। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপপ্রবাহ চলবে। এমনকি উত্তরবঙ্গের কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের কয়েকটি জেলা বাদে বাকি সব জায়গায় রোদের প্রচণ্ড তাপ। কালবৈশাখীর অপেক্ষায় চাতক পাখির মতো বসে রাজ্যবাসী। কিন্তু কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তাহলে কি কালবৈশাখী আসবে না? আলিপুর আবহাওয়া দফতর জানাল, কালবৈশাখীর পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হচ্ছে না।