মধ্যরাতে গণনা কেন্দ্রের বাইরে ধর্নায় সুকান্ত

মঙ্গলবার পঞ্চায়েত ভোটের ফলাফল ঘোষণা হয়েছে। এই ফল ঘোষণা পরেই দেখা যায়, বিপুল ভোটে এগিয়ে গিয়েছে তৃণমূল। কিন্তু ভোটের ফলাফল নিয়ে কারচুপি হয়েছে বলে দাবি সুকান্ত মজুমদারের। 

author-image
Ritika Das
আপডেট করা হয়েছে
New Update
sukanto.jpg

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার ছিল পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা। এদিন রাত পর্যন্ত চলেছিল ভোটের গণনা। গণনা শুরু হওয়ার পর দেখা যায়, ভোটে অনেকেয়াই এগিয়ে রয়েছে তৃণমূল। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। জিততে না পারলেও বেশ কিছু গ্রাম এসেছে গেরুয়া শিবিরের অধীনে। কিন্তু মঙ্গলবার রাতে দেখা গেল, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজে গণনা কেন্দ্রের বাইরে ধর্নায় বসেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

তাঁর অভিযোগ, গণনা সঠিক ভাবে হয়নি। গণনায় যে ফলাফল দেখানো হচ্ছে, তা ইচ্ছাকৃত ভুল। তিনি জানান, বিজেপির প্রার্থীরা নির্বাচনে জয়ী হওয়া সত্ত্বেও ফলাফলে ভুল দেখানো হচ্ছে। তিনি তৃণমূলকে নিশানা করে জানান যে, শাসক দল গণনা কেন্দ্রের ভিতরে অপরাধীদের নিয়ে এসেছে, যাতে তাদের প্রার্থীদের কারচুপি করে জয়ী ঘোষণা করে দেওয়া যায়।