'চোর ধরো, জেলে ভরো', বিক্ষোভ মিছিলে সুকান্ত মজুমদার

ইডির তরফ থেকে জানানো হয়েছে শঙ্কর আঢ্যের মাধ্যমে দুবাইয়ে দুই হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। এই বিষয়ের পরিপ্রেক্ষিতে আজ জলপাইগুড়িতে বিক্ষোভ মিছিলে যোগদান করেছেন বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

author-image
Probha Rani Das
New Update
sukantamajumder.jpg

নিজস্ব সংবাদদাতাঃ রেশন দুর্নীতি মামলায় মোট ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে ইডির তরফে দাবি করা হয়েছে। তার মধ্যে দুই হাজার কোটি টাকা দুবাইয়ে পাচার করা হয়েছে। গত শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার দুই তৃণমূল নেতার বাড়িতে অভিযান চালায় ইডি। সেদিন মধ্যরাতেই ইডির কর্মকর্তারা বনগাঁও পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে রেশন কেলেঙ্কারির মামলায় গ্রেপ্তার করে। ইডির তরফ থেকে জানা গিয়েছে, শঙ্কর আঢ্যের মাধ্যমে দুবাইয়ে দুই হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। এই বিষয়ের পরিপ্রেক্ষিতে আজ জলপাইগুড়ির সাংগঠনিক জেলায় বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। জলপাইগুড়ির এই বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এই মিছিলে বিক্ষোভকারীরা স্লোগান দিয়েছে, “চোর ধরো, জেলে ভরো”।