মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন সুকান্ত, কি আছে তাতে জানেন?

উত্তর দিনাজপুরের ওই স্কুলে ২ ছাত্রর শহিদ স্মারক তৈরি হোক।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sukantaagh.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বহু লড়াইয়ের পর অবশেষে ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে বাংলা। বাঙালির প্রাণের উৎসবের আবহেই এসেছে সেই সুখবর। সকলে মেতেছেন উদযাপনে। আর এমনই সময় মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি দাবি করেছেন, ২০১৮ সালে দাড়িভিট স্কুলে পুলিশের গুলিতে নিহত ২ ছাত্রকে ভাষা শহিদের মর্যাদা দেওয়া হোক। ৬ বছর আগে উর্দু ভাষা শিক্ষকের বদলে বাংলা শিক্ষকের দাবি করে তাদের মৃত্যুবরণ করতে হয়েছিল। তাঁর দাবি, উত্তর দিনাজপুরের ওই স্কুলে ২ ছাত্রর শহিদ স্মারক তৈরি হোক।

এদিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন, দাড়িভিটে দুই ছাত্র বাংলা ভাষার শিক্ষক চেয়ে গুলিতে মৃত্যুবরণ করেছিল। তাদের স্মরণে রাখাও কর্তব্য। এবার বাংলা ভাষা ‘ধ্রুপদী’র তকমা পাওয়ায় সুকান্তবাবুর দাবি, এবার রাজ্য সরকার ওই দুই সরকারকে ‘ভাষা শহিদ’-এর মর্যাদা দিক। দাড়িভিটে তৈরি হোক দুই ছাত্রের শহিদ স্মারক। 

উল্লেখ্য, গতকালই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে চিহ্নিত করা হয়। আর তারপরই সুকান্ত মজুমদার চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রীকে।

sukanta k1