নিজস্ব সংবাদদাতা: এই মুহুর্তে দেশজুড়ে চলছে রাম যুগ। বিভিন্ন রাজ্যে চলছে রামের আরাধনা। রাম মন্দিরকে ঘিরে আলাদাই উন্মাদনা রয়েছে দিকে দিকে। এমন অবস্থায় ভগবান রামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। গত বৃহস্পতিবার সাঁইথিয়ার সভা থেকে শতাব্দী রায় বলেন, “বিজেপি নাকি রামকে বাড়ি করে দিচ্ছে। তাদের এত ক্ষমতা! তাহলে রাম বোধহয় বিপিএল! আমরা যেমন বিপিএল কার্ডে মানুষকে বাড়ি দিচ্ছি, তেমনি ওরাও রামকে বাড়ি দিচ্ছে”।
শতাব্দী রায়ের এই মন্তব্যে, কার্যত ফুঁসছে রাজ্য বিজেপি। এদিন বিজেপির রাজ্য সভাপতি একটি ভিডিও দিয়ে শতাব্দী রায়কে একহাত নেন সোশ্যাল মিডিয়ায়। নিজের এক্স হ্যান্ডেলে সুকান্ত মজুমদার লেখেন, “প্রভু শ্রী রাম সম্পর্কে শতাব্দী রায়ের বক্তব্য সহজেই প্রমাণ করে হিন্দু বিশ্বাস সম্পর্কে এদের মানসিকতার কথা। এটি বিশ্বের প্রতিটি হিন্দুর জন্য কলঙ্কজনক এবং অপমানজনক। হিন্দুরা এর জবাব দেবে”।
ভগবান রামের অপমান! সুকান্ত দিলেন জবাব
শতাব্দী রায়ের এই মন্তব্যে, কার্যত ফুঁসছে রাজ্য বিজেপি।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: এই মুহুর্তে দেশজুড়ে চলছে রাম যুগ। বিভিন্ন রাজ্যে চলছে রামের আরাধনা। রাম মন্দিরকে ঘিরে আলাদাই উন্মাদনা রয়েছে দিকে দিকে। এমন অবস্থায় ভগবান রামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। গত বৃহস্পতিবার সাঁইথিয়ার সভা থেকে শতাব্দী রায় বলেন, “বিজেপি নাকি রামকে বাড়ি করে দিচ্ছে। তাদের এত ক্ষমতা! তাহলে রাম বোধহয় বিপিএল! আমরা যেমন বিপিএল কার্ডে মানুষকে বাড়ি দিচ্ছি, তেমনি ওরাও রামকে বাড়ি দিচ্ছে”।
শতাব্দী রায়ের এই মন্তব্যে, কার্যত ফুঁসছে রাজ্য বিজেপি। এদিন বিজেপির রাজ্য সভাপতি একটি ভিডিও দিয়ে শতাব্দী রায়কে একহাত নেন সোশ্যাল মিডিয়ায়। নিজের এক্স হ্যান্ডেলে সুকান্ত মজুমদার লেখেন, “প্রভু শ্রী রাম সম্পর্কে শতাব্দী রায়ের বক্তব্য সহজেই প্রমাণ করে হিন্দু বিশ্বাস সম্পর্কে এদের মানসিকতার কথা। এটি বিশ্বের প্রতিটি হিন্দুর জন্য কলঙ্কজনক এবং অপমানজনক। হিন্দুরা এর জবাব দেবে”।