‘বীরভূমকে বিস্ফোরক কারখানায় পরিণত করেছে রাজ্য সরকার’, বিস্ফোরক দাবি সুকান্তর

'বীরভূমে এর আগেও এই ধরণের ঘটনা দেখেছি', কোন প্রসঙ্গে বললেন সুকান্ত মজুমদার?

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sukanta k2

File Picture

নিজস্ব সংবাদদাতা: দোলের দিন অশান্তি ছড়ালো বীরভূমের সাঁইথিয়ায়। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয় পরিস্থিতি। এতটাই বিশৃঙ্খল হয় পরিস্থিতি যে তা নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। মোতায়েন করতে হয় র‍্যাফ। এমন অবস্থায় শুরু হয়েছে রাজনৈতিক তর্জাও।

sukanta

বীরভূমে সংঘটিত সংঘর্ষের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে বলেন, “আমরা বীরভূমে এর আগেও এই ধরণের ঘটনা দেখেছি। এর আগেও বীরভূমে একজন তৃণমূল নেতা জেলটিন স্টিক সহ ধরা পড়েছিলেন এবং এনআইএ তদন্ত চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বীরভূমকে একটি বিস্ফোরণ কারখানায় রূপান্তরিত করেছে। কলকাতা থেকেও, ১০০০ কেজিরও বেশি অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করা হয়েছিল এবং কলকাতা পুলিশও এ সম্পর্কে কিছুই জানত না। পশ্চিমবঙ্গ পুলিশ এখন নিষ্ক্রিয়। এটি রাজনৈতিকভাবে এতটাই ব্যবহৃত হয়েছে যে এটি তার পেশাদারিত্ব এবং দক্ষতা হারিয়ে ফেলেছে”।