নিজস্ব সংবাদদাতা : করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য থেকে জাতীয় রাজনীতি। এর মাঝে জ্ঞানেশ্বরী কাণ্ডের প্রসঙ্গ টেনে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক খোঁচা দিয়ে চলেছে বিরোধী। পিংলা সফরে গিয়ে ফের ছত্রধর মাহাতোর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ শানালেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “জ্ঞানেশ্বরী এক্সপ্রেসকাণ্ডের মূল অভিযুক্ত ছত্রধর মাহাতো এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘোরেন। তিনি তৃণমূলের সম্পদ।সেই কারণেই তদন্তের কোনও ফলাফল পাওয়া যায়নি। সব কিছুই চেপে দেওয়া হয়েছিল”। পাশাপাশি, রেলমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় কেন তখন ইস্তফা দেননি সেই প্রশ্নও তুলেছেন বিজেপি নেতা। ডাবল ডাবল চাকরির মতো তার সময়কালে ঘটা দুর্ঘটনার প্রেক্ষিতে ডবল ডবল ইস্তফা দেওয়া উচিত ছিল বলেও সুর চড়িয়েছেন সুকান্ত।