বগি লাইনে না আনলে কাটা পড়ে যাবেন! ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর

উলুবেড়িয়ার রঘুদেবপুরে বিজেপির পার্টি অফিসের উদ্বোধনী অনুষ্ঠান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও শাসকদলকে বেনজিরভাবে আক্রমণ শানালেন বালুরঘাটের সাংসদ।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
sukanta uluberia

সুকান্ত মজুমদার

নিজস্ব সংবাদদাতা : দেশের সুরক্ষার সঙ্গে যারা জড়িত, সেই সকল সংস্থাকে আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্যটাকে পিছনের সারিতে পাঠিয়ে দিয়ে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করার চক্রান্ত করা হচ্ছে বলে সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উলুবেড়িয়ার রঘুদেবপুরে বিজেপির পার্টি অফিসের উদ্বোধনী অনুষ্ঠান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও শাসকদলকে বেনজিরভাবে আক্রমণ শানালেন বালুরঘাটের সাংসদ। তিনি আরো বলেন, কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার করে সবাইকে সঠিক লাইনে এনেছে বিজেপি। লাইনচ্যূত হয়েছেন যারা তাদের বগি লাইনে আনার পরামর্শ সুকান্তর। না হলে কাটা পড়বেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।