নিজস্ব সংবাদদাতা : ট্রেলার দেখে যেমন সিনেমা কেমন হতে চলেছে আভাস পাওয়া যায়, ঠিক সেভাবেই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের মাটি তাতে ৮ জুলাই কী হতে চলেছে সে সম্পর্কে খানিকটা অনুমান করা যাচ্ছে। দিকে দিকে শুধুই ঘটে চলেছে অশান্তির ঘটনা। ইতিমধ্যেই খাড়গ্রামে ঝরেছে রক্ত। রাজনৈতিক হিংসার বলি হয়েছেন এক কংগ্রেস কর্মী। এরপর শনিবার সকাল থেকে ডোমকল সহ বর্ধমান, ছাতনা, ভাঙড় সহ একাধিক জেলায় ধরা পড়েছে অশান্তির ছবি। শান্তিপূর্ণ মনোনয়ন যেন এখন স্বপ্ন। এদিন কেন্দ্রীয় বাহিনীর দাবিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে রাজভবনে দেখা করেছে বঙ্গ বিজেপির প্রতিনিধি দল। এরপর ট্যুইটারে ডোমকল প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ডোমকলের একটি ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রীকে ট্যুইটারে ট্যাগ করে তিনি প্রশ্ন তোলেন, "মনোনয়ন পর্বেই এমন ভয়াবহ ঘটনা ঘটলে নির্বাচনের দিনে কি ঘটতে চলেছে?" মুর্শিদাবাদে পকেটে পিস্তল নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল নেতা। এরপরেও মুখ্যমন্ত্রী ও রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই কীভাবে বলতে পারেন তা নিয়েও সুর চড়িয়েছেন বালুরঘাটের সাংসদ।