বিজেপির মিছিলে বোমাবাজি! মমতাকে আক্রমণ সুকান্তর

এগরাকাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিলে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

author-image
Aniruddha Chakraborty
New Update
ংভচ

নিজস্ব সংবাদদাতাঃ এগরাকাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিলে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভগবানপুরে মিছিলে হাঁটছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। সেই সময় তৃণমূল কর্মীরা বোমাবাজি করে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এবার এই বিষয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন সুকান্ত মজুমদার। এই ঘটনার পর সুকান্ত মজুমদার বলেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী বিরোধীশূন্য করার রাজনীতি করছেন। জেলায় জেলায় মুড়ি মুড়কির মতো বোমা উদ্ধার, বিস্ফোরণ। এরপরেও মাননীয়া চুপ রয়েছেন। তাঁর আজ্ঞাবহ পুলিশ-প্রশাসনও চুপ রয়েছে। বেছে বেছে বিজেপি কর্মীদের উপর খুনের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী। বিজেপি কর্মীদের উপর বারবার আক্রমণ করছে মুখ্যমন্ত্রীর পুষে রাখা দুষ্কৃতীরা।"