নিজস্ব সংবাদদাতা : বিজেপি পশ্চিমবঙ্গের সভাপতি সুকান্ত মজুমদার কার্যত স্বীকার করে নিয়েছেন যে, ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য পূরণ করা সম্ভব হবে না। শুক্রবার কলকাতার জগন্নাথ ঘাটে দেব দীপাবলির অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুকান্ত বলেন, "আমি ১ কোটি সদস্য সংগ্রহের কথা বলেছি, তবে ১০০ শতাংশ টার্গেট পূরণ হলে ৬০-৭০ শতাংশ পেতে হয়।" তাঁর কথায়, "ভোটের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।"
এছাড়া, তিনি বলেন, "যদি কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের আরও সময় দেয়, তবে আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারব। তবে বর্তমানে যে সময়সীমা দেওয়া হয়েছে, তাতে লক্ষ্য পূরণ করা সম্ভব হবে না।" এর মানে, পশ্চিমবঙ্গের বিজেপি দেরিতে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে, তাছাড়া রাজ্যের বিভিন্ন পুজো ও অনুষ্ঠানও সদস্য সংগ্রহে বাধা হয়ে দাঁড়িয়েছে।
বিজেপির এই সদস্য সংগ্রহ অভিযান নিয়ে রাজ্য রাজনৈতিক মহলে আলোচনা তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে সুকান্ত মজুমদারের বক্তব্যে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তিনি কৌশলে দোষের ভার নিজের উপর নিয়ে ১ কোটি সদস্য সংগ্রহের অসম্ভব লক্ষ্য পূরণে ব্যর্থতার ইঙ্গিত দিয়েছেন।