নিজস্ব সংবাদদাতাঃ হাওড়ার ফোরশোর রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল শুক্রবার সাত সকালে। যদিও দমকলের ১২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসে গিয়েছে বলে খবর। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Basu)। একটি কারখানা ও ৩টি গুদামে আজ ভোরবেলায় এই আগুন লাগে বলে খবর। এরপর কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। এদিকে বিপদ এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে পেট্রোল পাম্প। যদিও বারবার রাজ্যে কেন এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সেই নিয়ে উঠছে প্রশ্ন। মানুষের নিরাপত্তা কোথায়? প্রশাসন কিই বা করছে? সেই নিয়ে বারবার উঠছে প্রশ্ন।