পরিত্রাণ চায় বাংলার মানুষ... তীব্র প্রতিক্রিয়া বিরোধীদের

সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী বলেন, "তখন ছিল সরকারি পরিকল্পনায় এসএসসিতে প্রতি বছর শিক্ষক নিয়োগ ছিল। আর এখন তৃণমূলী লুঠের রাজত্বে নিয়োগ বন্ধ। সরকারি অপদার্থতায় নিয়োগ খারিজ।"

author-image
Tamalika Chakraborty
New Update
১১১১১১১

নিজস্ব সংবাদদাতা: সোমবার হাইকোর্ট ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দেয়। এই প্রসঙ্গে সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী বলেন, "তখন ছিল সরকারি পরিকল্পনায় এসএসসিতে প্রতি বছর শিক্ষক নিয়োগ ছিল। আর এখন তৃণমূলী লুঠের রাজত্বে নিয়োগ বন্ধ। সরকারি অপদার্থতায় নিয়োগ খারিজ। তৃণমূল -বিজেপির দুর্নীতি আর লোভের লালসায় রাজ্যের মানুষ বিপর্যস্ত। পরিত্রাণ চায় বাংলার মানুষ।"

sujan

 

 tamacha4.jpeg