নির্বাচন কমিশনার ব্যর্থ! আক্রমণে সুজন চক্রবর্তী

অশান্তির আবহে পঞ্চায়েত ভোট! নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে আক্রমণ বাম নেতা সুজন চক্রবর্তীর।

author-image
Pallabi Sanyal
New Update
্

নিজস্ব প্রতিনিধি : "পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই মনোনয়নের প্রথমদিনেই খুন! নির্বাচন কমিশনার মনোনয়ন পর্বেই নিরাপত্তা দিতে ব্যর্থ! তৃণমূলের দাপট চলবে না। পুলিশের দাপট ছাড়া তৃণমূলের কোনও যোগ্যতা নেই। তৃণমূল সেটা যদি বুঝতে না পারে, অযথা রাজ্যে অশান্তি তৈরি করার দায় তৃণমূলকেই নিতে হবে", ঠিক এই ভাষাতেই  পঞ্চায়েত নির্বাচনের প্রাক পর্বের অশান্তি নিয়ে গর্জে উঠলেন বাম নেতা সুজন চক্রবর্তী।  তিনি বলেন,  ''বেশ কিছু জায়গায় আমাদের প্রার্থীরা নমিনেশন  দিতে পারেনি,  টেবিলে লোক নেই, উপযুক্ত ব্যবস্থা নেই, নির্বাচন কমিশনার ব্যর্থ। নমিনেশন জমার প্রথম দিনে কোনো প্রার্থী না দিয়ে তৃণমূল সময় নষ্ট করতে চাইছে। ২০১৮-র পুনঃরাবৃত্তি আর হবে না।'' 
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে সিপিআইএম নেতা বলেন,  ''বিরোধী দলনেতা  আগে তৃণমূলের নেতা ছিলেন, অমিত শাহরা তৃণমূলের বিরোধীতা করতে বাংলায় আসেননি, লোকসভা ভোটে সমঝোতা করে কীভাবে ৩০ টা আসন পাওয়া যাবে তার অপেক্ষায় রয়েছেন। কী রকম স্বরাষ্ট্র মন্ত্রী তিনি, ইডি সিবিআইয়ের হাতে সমস্ত প্রমাণ থেকেও তৃণমূল নেতাদের গ্রেফতার করছেন না!'