মারণ ঝাঁপ! সফল পুলিশ

কখনো চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা হয় নতুবা দ্বিতীয় হুগলি সেতুর ওপর থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে। সবসময় যে অঘটন আটকানো যায় তা নয়। তবে রবিবার সাফল্য পেল পুলিশ।

author-image
Pallabi Sanyal
New Update
১২৩

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : মানসিক অবসাদ! আর তা থেকেই মারণ ঝাঁপের সিদ্ধান্ত গ্রহণ। কখনো চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা হয় নতুবা দ্বিতীয় হুগলি সেতুর ওপর থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে। সবসময় যে অঘটন আটকানো যায় তা নয়। তবে রবিবার সাফল্য পেল পুলিশ। আটকানো গেল প্রাণহানি। দ্বিতীয় হুগলি সেতুর রেলিংয়ের ওপারে চলে গিয়েছিলেন এক যুবক। ঝাঁপ দেওয়া শুধু সময়ের অপেক্ষা ছিল তার কাছে। বিষয়টি নজরে আসতেই শক্ত হাতে হাল ধরে পুলিশ ও দমকল। দীর্ঘক্ষণ তরা যুবককে বুঝিয়ে রেলিংয়ের ওপার থেকে এপারে আনার চেষ্টা করে। ঘন্টা খানেক ধরে যুবককে চরম সিদ্ধান্ত থেকে সরানোর চেষ্টা চলে। অবশেষে আসে সাফল্য। যুবককে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ ও দমকল। কী কারণে সে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেন, তার নাম পরিচয় কী তা জানার চেষ্টা করছে পুলিশ।